বেকারদের স্বনির্ভর করতে উদ্যোগ নিচ্ছে রাজ্য; মার্চের মধ্যে ১লক্ষ ৩০ হাজার ছেলেমেয়েকে ঋণ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বেকারদের স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই আগামী বছর মার্চ মাসের মধ্যে ১ লক্ষ ৩০ হাজার বেকার যুবক যুবতীকে ঋণ দেবে রাজ্য সরকার। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন তিনি জানান, অনেক বেকার ছেলেমেয়ে চাকরির জন্য মুখ্যমন্ত্রীর দফতরে আবেদন করে। তাঁরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, বেকারদের স্বনির্ভর করার বিষয়টি নিয়ে ভাবছে রাজ্যসরকার। সেকারণেই বেকারদের ঋণ দিতে উদ্যোগ নিচ্ছে রাজ্যসরকার। প্রতি বছরই এই প্রকল্পের আওতায় ২ লক্ষ ছেলেমেয়েকে ঋণ দিয়ে থাকে রাজ্য সরকার। এবছর এখনও পর্যন্ত ৭০ হাজার ছেলেমেয়ের ঋণের আবেদন মঞ্জুর করা হয়েছে। আগামী বছর মার্চের মধ্যে আরও ১লক্ষ ৩০ হাজার ছেলেমেয়েকে ৫ লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, কৃষকদেরও আর্থিক সাহায্য করছে রাজ্য সরকার। কৃষকবন্ধু প্রকল্পের আওতায় রবি মরসুমে ১ কোটি ১ লক্ষ কৃষকের ব্যাঙ্কে মোট ২ হাজার ৮০৬ কোটি টাকা দেওয়া হবে।
Comments are closed.