রাজ্যের ক্লাবগুলোর পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার একটি আর্থিক অনুদান দিত। তবে এবার থেকে সেই অনুদান আর দেওয়া হবে না। নবান্ন সূত্রে খবর, ক্লাবগুলোকে সরকারের তরফে এককালীন টাকা দেওয়া হচ্ছিল। তবে বহু ক্লাবই সেই সরকারি টাকার খরচের কোনও হিসেবে জমা দিতে পারেনি, যে কারণেই ক্লাবগুলোর জন্য আর্থিক অনুদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
২০১১ সালে মুখ্যমন্ত্রীর আসনে বসেন মমতা ব্যানার্জি। তার পরের বছর ২০১২ সাল থেকেই রাজ্যের একাধিক ক্লাবকে এককালীন ২ লাখ টাকা এবং পরবর্তী তিন বছর ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা দেওয়া হয়। তবে কোভিড পর্বে এই অনুদান দেওয়া স্থগিত রাখা হয়। এবং শেষমেশ তা বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
নবান্ন সূত্রে খবর, প্রথম বছর ৭৮১টি ক্লাবকে ২ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। যার জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পরের বার ১৫০০ ক্লাবকে এই অনুদান দেওয়া হয়। যার জন্য ৪০ কোটি টাকা বরাদ্দ করেছিল নবান্ন।
Comments are closed.