কেন্দ্রের কাছে পুরস্কৃত হল বাংলার দুয়ারে সরকার প্রকল্প। প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কার দেওয়া হল বাংলাকে। নিউ দিল্লির বিজ্ঞানভবনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যের তরফে এই পুরস্কার তুলে নেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
কেন্দ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই পুরস্কার প্রদান করে। অ্যাপ ও ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে বাংলার সরকার সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। দুয়ারে সরকারের সুবিধা পাচ্ছেন রাজ্যের প্রতিটি মানুষ। তাই এই পুরস্কার দেওয়া হয়েছে বাংলাকে বলে জানানো হয়েছে। পুরস্কার নেওয়ার পর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিজেপি বাংলার প্রকল্পের নিন্দা করে। কিন্তু কেন্দ্রের তরফে ভালো কাজ করার জন্য পুরস্কৃত হচ্ছে বাংলা।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার। ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। এই মাধ্যমে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, তফসিলি জাতি, আদিবাসী এবং ওবিসিদের শংসাপত্র প্রদান, কৃষক বন্ধু, তফসিলি বন্ধু পেনশন প্রকল্প, মানবিক প্রকল্প-সহ নানা সরকারি সামাজিক প্রকল্পের পরিষেবা শিবির করে দেওয়া হয়।
Comments are closed.