উৎসবের মরশুমে রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বৃষ্টির ঘাটতির কারণে রাজ্যের একটি বড় সংখ্যক কৃষক এবার চাষের বীজ বপন করতে পারেননি। যে কারণে তাঁর ক্ষতির মুখোমুখি হয়েছেন। এবার তাঁদের জন্য বড়সড় ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছেন, ২ লক্ষ ৪৬ হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য ১৯৭ কোটি টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যাঁরা বৃষ্টির ঘাটতির কারণে ধান বপন করতে পারেননি, তাঁদের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে বাংলা শস্য বীমা (বিএসবি)-র অধীনে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এই ফসল বীমা প্রকল্পে পুরো প্রিমিয়ামের টাকা পরিশোধ করার দায়িত্ব নেবে রাজ্য সরকারের। কৃষকদের প্রিমিয়ামের জন্য কোনও অর্থ দিতে হবে না।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় ক্ষতিগ্রস্ত কৃষকরা অনেকটাই স্বস্তি পাবেন বলে দাবি প্রশাসনিক কর্তাদের একাংশের।
Comments are closed.