করোনা প্রাণ কাড়লো রাজ্যের আরেক স্বাস্থ্য দফতরের আধিকারিকের। টিকারণের প্রথম ডোজ নিয়েও কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হলেন স্বাস্থ্য দফতরের আধিকারিক গৌতম চৌধুরী। বুধবার গভীর রাতে মেডিকা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গৌতমবাবু।
রাজ্যে টিকা বণ্টনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।
স্বাস্থ্যভবন সূত্রে জানা যাচ্ছে, টিকা প্রস্তুতকারক সংস্থা থেকে এ রাজ্যে টিকা নিয়ে আসা। বিমানবন্দর থেকে টিকা বাগ বাজার সেন্ট্রাল স্টোরে মজুত। চাহিদা অনুযায়ী জেলা গুলিতে টিকা পাঠানো। সমস্ত কাজটাই গৌতম চৌধুরীর তত্বাবধানে হত।
করোনার সঙ্গে লড়াইয়ে রাজ্যের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন গৌতম চৌধুরী। বেশ কয়েকদিন আগে নিজেই করোনা সংক্রমিত হন। ভর্তি হন হাসপাতালে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভেন্টিলেশন রাখা হয় তাঁকে। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না । মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে হার মানতে হল তাঁকে। গৌতম চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া তাঁর পরিবার পরিজনদের মধ্যে।
স্বাস্থ্য দফতরের কর্মীরা জানাচ্ছেন, রাজ্যের এই সংকটের মুহূর্তে টিকাকরণের মত একটি গুরুত্বপূর্ণ কাজে গৌতম বাবুর যে ভূমিকা ছিল তা অপূরণীয়।
Comments are closed.