আবাস নিয়ে বিক্ষোভ ও বিভ্রান্তি দূর করতে নতুন ১১ দফা নির্দেশিকা জারি করল রাজ্য

আবাস নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ সামাল দিতে রাজ্য পঞ্চায়েত দপ্তর সমীক্ষকদের ১১ দফা নয়া নির্দেশিকা জারি করল। সেই নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলির স্থানীয় প্রতিনিধিদের মধ্যে আবাস নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে হবে। তাঁদের পরিষ্কার জানাতে হবে, সমীক্ষকরা নতুন কোনও তালিকা তৈরি করছেন না। ২০২২ সালের তালিকা শুধুমাত্র যাচাই করা হচ্ছে। পুলিশ স্বাধীন ভাবে এই তালিকায় থাকা নামগুলি যাচাই করবে। এই তালিকা তৈরির ক্ষেত্রে তাদের সবরকম ভাবে সহযোগিতা করতে হবে।

আবাস যোজনার তালিকা তৈরি নিয়ে রাজ্যের কয়েকটি জেলায় গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষিপ্ত ভাবে বিক্ষোভ–অশান্তি হয়েছে। ভুল বোঝাবুঝি থেকেই সেই সমস্যা তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজ্য প্রশাসনের কর্তারা এবং সেই সমস্যা মেটাতেই এ দিন রাজ্য সরকারের তরফে নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে জেলাগুলিতে।

বিভিন্ন জেলায় যে সমীক্ষকরা যাচ্ছেন, তাঁদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের কাজে গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল সহ্য করা হবে না। প্রশাসন তাঁদের কাছ থেকে সেরা কাজ চাইছে। রাজ্যের পঞ্চায়েত সচিব পি উল্গানাথন এই নির্দেশিকা পাঠিয়েছেন প্রত্যেক জেলায়। নাবন্ন চায়, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে উপভোক্তাদের প্রতিটি তথ্য যাচাই করুন সমীক্ষকরা।

বিশেষ করে উপভোক্তাদের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইডি–সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময়ে বাড়তি নজর দিতে হবে। ছোট কোনও ভুলও বড় সমস্যা তৈরি করতে পারে, তাই প্রতিটি স্তরে নজরদারির ব্যবস্থা রাখতে হবে। সমীক্ষকদের আরও বলা হয়েছে, নামের তালিকা যাচাইয়ের সময়েই সমস্ত তথ্য এবং আবেদনকারীদের বর্তমান ঠিকানার ছবি ও ভিডিয়ো সংগ্রহ করে অ্যাপে যথাযথ ভাবে আপলোড করতে হবে। তাঁদের যাচাই তালিকা গ্রাম সভা ও ব্লক লেভেল কমিটিকে দিয়ে অনুমোদন করিয়ে সমস্ত নথি যথাযথ ভাবে সংরক্ষণ করতে হবে।

Comments are closed.