পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে বিদেশমন্ত্রকের গাইডলাইন নিয়ে প্রশ্ন তুলল রাজ্য পুলিশ। শনিবার এপ্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা। রবিবার ফের সেই গাইডলাইনের ফাঁকফোকর নিয়ে সরব হলেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার। বিভ্রান্তি দূর করতে বিদেশমন্ত্রককে চিঠি দিল রাজ্য পুলিস। তাতে স্পষ্টভাবে বলা হয়েছে, পাসপোর্টের নথি যাচাইয়ের দায়িত্ব পাসপোর্ট সেবা কেন্দ্রের, কোনওভাবেই পুলিসের নয়। পাসপোর্টের তথ্য যাচাইয়ের নিয়ম ও পদ্ধতি আরও কড়া করতে বিদেশমন্ত্রককে সুপারিশ করা হয়েছে রাজ্য পুলিসের তরফে।
রবিবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার। সেখানে ছিলেন কলকাতার সিপিও। পাসপোর্ট যাচাই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই আদালতে ভর্ৎসনা মুখে পড়েছে কলকাতা পুলিস। পরিপ্রেক্ষিতে এদিন রাজ্য পুলিস জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের গাইডলাইনে বলা হয়েছে, পুলিসের দায়িত্ব, শুধুমাত্র পাসপোর্ট আবেদনকারীর নাগরিকত্ব ও কোনও অপরাধের সঙ্গে নাম জড়িয়েছে কিনা, তা যাচাই করা। সেজন্য প্রয়োজনে আবেদনকারীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ নাও করতে পারে পুলিস। সেই গাইডলাইনেই উল্লেখ রয়েছে, পাসপোর্টের জন্য প্রয়োজনীয় তথ্য যাচাই করবে শুধুমাত্র পাসপোর্ট অফিস বা পাসপোর্ট সেবা কেন্দ্র। তথ্য যাচাই না করলে আবেদনকারী নাগরিকত্বের প্রমাণ দেবেন কীভাবে?
ডিজি জানিয়েছেন, পুলিশি যাচাই প্রক্রিয়ায় যদি কোনও ত্রুটি ধরা পড়ে, সেক্ষেত্রে তার দায়ভার নিতে হবে সংশিষ্ট জেলার পুলিস সুপারকে। কলকাতা ও রাজ্যের অন্যান্য কমিশনারেট এলাকার ক্ষেত্রে এই দায়িত্ব ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারের।
Comments are closed.