মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ রাজ্যের, বাড়ানো হল ‘সুফল বাংলার স্টল’, সব্জি-ফলে ব্যাপক ভর্তুকি 

মধ্যবিত্তকে কার্যত খালি ব্যাগ নিয়ে বাজার থেকে ফিরতে হচ্ছে।  পেট্রল-ডিজেলের দাম বাড়ার জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও আকাশ ছোঁয়া। শাক-সব্জি থেকে শুরু করে ফলমূল, মাছ-মাংস সব কিছুরই দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই পরিস্থিতিতে মূল্যনিয়ন্ত্রণে বেশকিছু পদক্ষেপ নিল রাজ্য। বৃহস্পতিবার নবান্নের সভাঘরে বৈঠক থেকে সেসব সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, শাকসব্জি থেকে শুরু করে ফলমূল, মাছ-মাংস রাজ্যবাসী যাতে বর্তমান মূল্যের থেকে সস্তায় পান তার জন্য সুফল বাংলার স্টল আরও বাড়ানো হবে। বর্তমানে রাজ্যে ৩৩২ টি সুফল বাংলার আউটলেট রয়েছে। এদিন থেকে তা বাড়িয়ে ৫০০ করা হবে। আউটলেট গুলি থেকে বাজার দরের থেকে বেশ কিছুটা কম দামে জিনিস পাওয়া যাবে।  চাষিদের কাছ থেকে ন্যায্য দামে কিনেলেও রাজ্য ভর্তুকি দিয়ে সস্তায় সেগুলি বিক্রি করবে। এর ফলে আলু পেঁয়াজ থেকে শুরু করে কলা, শসা সবকিছুই অনেকটা সস্তায় মিলবে। 

এদিন বাজার কমিটির পক্ষ থেকে পোস্তা ব্যবসায়ী কমিটির কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী তাঁদের অনুরোধ করেন যেহেতু চলতি মাসে রমজান মাস থেকে শুরু করে ১ বৈশাখ রয়েছে। তাই এই কদিন যেন পণ্যের দাম না বাড়ানো হয়। 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সুফল বাংলার স্টল থেকে নির্ধারিত দামে জিনিপত্র পাওয়া যাবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী পুলিশ এবং টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছেন, মাঝে মাঝেই বাজারগুলোতে অভিযান চালাতে। অনেকের বিরুদ্ধে মজুত বাড়িয়ে দাম বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেই এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। 

Comments are closed.