অঙ্কে ১০০ তে ১০০ পেয়ে ‘লিটল জিনিয়াস’ হল বালুরঘাটের ক্ষুদে

অঙ্কে ১০০ তে ১০০ পেয়ে বাংলার লিটল জিনিয়াস বালুরঘাটের ক্ষুদে। বালুরঘাটের বাসিন্দা অর্পিতা ঘোষ লিটল জিনিয়াস প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। গত রবিবার কলকাতা বিশ্ব বিদ্যালয়ের অডিটোরিয়ামে সম্মানিত করা হয়েছে অর্পিতাকে।

ছোট থেকেই মেধাবী ছাত্রী অর্পিতা নিজের উদ্যোগেই শিক্ষা মিশন পরিচালিত পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত লিটল জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেয়। সে জানিয়েছে, গত বছর জুলাই মাসে রাজ্যব্যাপী লিটল জিনিয়াস প্রতিযোগিতা হয়েছিল। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পরীক্ষার ফল জানতে পারে সে। স্কলারশিপ-ইন-ইন্ডিয়া নামে একটি গ্রুপ ফলো করতেই এই ধরণের প্রতিযোগিতার কথা জানতে পারে সে। লিটল জিনিয়াস ছাড়াও অলিম্পিয়াড, বৃত্তি পরীক্ষাও নেয় সে। তবে গোটা বাংলায় অঙ্কে প্রথম হবে সে ভাবতেও পারেনি। ২০ টি অঙ্কের সমাধান করে ১০০ তে ১০০ পেয়ে এই খেতাব জিতেছে সে।

বালুরঘাট বাসস্ট্যান্ড বালুরঘাটের বাসস্টান্ড এলাকার মধ্যবিত্ত পরিবারের মেয়ে অর্পিতা। পড়াশোনা করে বালুরঘাট গার্লস হাই স্কুলে। বাবা অসীম কুমার ঘোষ গ্রন্থাগারের কর্মী। মা গৃহবধূ। মেধাবী এই ছাত্রী গত বছরও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কিন্তু কোন স্থান পায়নি সে। তাই এইবছর ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার পর প্রথম স্থান দখল করল সে।

বাবা অসীম ঘোষ জানিয়েছেন, ছোট থেকেই পড়াশোনায় খুব মনোযোগী অর্পিতা। কিছু একটা করে তাক লাগিয়ে দেওয়ার ইচ্ছা ছিল তাঁর। ভবিষ্যতে এই ধরণের প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার জন্য সবরকমভাবে মেয়েকে সাহয্য করবেন বলে জানান অসীম বাবু। পড়াশোনা ছাড়াও নাচ, গান, আবৃত্তিতেও সেরা সে। অর্পিতার সাফল্যে খুশি স্কুলের শিক্ষিকারা।

Comments are closed.