শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত, মোদীকে ‘বড় ভাই’ বলে কৃতজ্ঞতা সনৎ জয়সূর্যর

শ্রীলঙ্কায় আর্থিক মন্দায় পাশে দাঁড়িয়েছে ভারত। ভারত থেকে জ্বালানি পাঠানো হয়েছে প্রতিবেশী রাজ্যে। এবার শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্য ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, নরেন্দ্র মোদীকে বড় ভাই বলে সম্বোধন করেছেন জয়সূর্য। কৃতজ্ঞতা জানিয়েছেন ভাওরত সরকার ও নরেন্দ্র মোদীকে।

তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কার সাধারণ মানুষ জরুরী অবস্থার মধ্যে দিন রাত কাটাচ্ছেন। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইতিমধ্যে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচী শুরু হয়েছে। গ্যাসের ঘাটতি ও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই দেশে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একদিকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন জয়সূর্য অন্যদিকে এই কিংবদন্তী ক্রিকেটার নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রায় ২ মাসে ভারত থেকে শ্রীলঙ্কায় ২০০,০০০ টন জ্বালানি পাঠানো হয়েছে। টুইট করে জানিয়েছে, শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাস। খাদ্য থেকে জ্বালানি, জীবনদায়ী ওষুধ সবই ফুরিয়েছে সেই দেশে। খাদ্যের অভাবে প্রেসিডেন্ট গতোবায়া রাজাপাক্ষের বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ। স্বাধীনতার পর থেকে এটাই সবচেয়ে বড় বিপজ্জনক পরিস্থিতি শ্রীলঙ্কায়। সরকারের বৈদিশিক মুদ্রার ভাড়ার এক্কেবারে শূন্য। বিদেশ থেকে আমদানি করা অত্যাবশকীয় পণ্যের দাম মেটাতেও পারছে না সেই দেশের সরকার। অতীতেও আর্থিক সংকটের হাত থেকে বাঁচতে ভারতের শরণাপন্ন হয়েছেন সে দেশের নাগরিকরা। দেশ ছেড়ে তামিলনাড়ুতে আশ্রয় নিতেন অনেকেই। এবারও পাশে গিয়ে দাঁরিয়েছে ভারত।

Comments are closed.