বুধবার জলপাইগুড়ি ও আশেপাশের অঞ্চলে কালবৈশাখীর দাপট দেখা গিয়েছিল। এবার দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়েও আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যজুড়ে শিলাবৃষ্টি, ঝড়ো হাওয়া, কালবৈশাখী ঝড়ের সম্ভবনা আছে। এক কথায় আগামী কয়েকদিন জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আর যার জেরেই কন্ট্রোল রুম খুলল নবান্ন।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কালবৈশাখী সঙ্গে শিলাবৃষ্টির সম্ভবনা। কলকাতার আবহাওয়া একই থাকবে। সব রকমের পরিস্থিতি মোকাবিলা করতেই তৈরি হচ্ছে নবান্ন। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির সামাল দিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নবান্নের তরফে ইতিমধ্যেই কন্ট্রোল রুমের দুটি নাম্বার জানানো হয়েছে। নম্বর দুটি হল, ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪।
প্রসঙ্গত, ফেব্রুয়ারি শেষ হতে না হতেই গরম পড়তে শুরু করেছিল রাজ্যে। মার্চের শুরুতেই রেকর্ড তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গের। আবহাওয়া দফতরের তরফেও বলা হয়েছিল, এবারে রেকর্ড পরিমাণ গরম বাড়বে। এই পরিস্থিতিতে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে কিছুটা স্বস্তিও মিলবে দক্ষিণবঙ্গবাসীর।
Comments are closed.