ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে রাজ্যের তৈরি বিশেষ তদন্তকারী দল সিট-র ওপরেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। যদিও তদন্তের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারপতি। হাইকোর্টের তরফে এদিন নির্দেশ দেওয়া হয়, আজ থেকে ১ মাসের মধ্যে ছাত্রনেতার মৃত্যুর তদন্ত করতে হবে।
আনিসকাণ্ডের শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে ১ মাসের মধ্যে এই তদন্তের কাজ শেষ করতে হবে। সেরকম গুরুত্বপূর্ণক্ষেত্র ছাড়া তদন্তের সময়সীমা বাড়ানো হবে না। সেই সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে আদালত এও জানায়, তদন্তের কাজে সিটের সদস্যদের কোনও বাধা দেওয়া যাবে না। তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করতে হবে। পাশাপাশি আগামী ১ সপ্তাহের মধ্যে সিটকে ফরেন্সিক তদন্তের রিপোর্টও জমা দিতে বলা হয়েছে।
এদিকে এদিন আনিস খানের পরিবারের অন্যতম আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সিটের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরব হন। তাঁর দাবি, আদালতের নির্দেশে সিট মৃতের পরিবারের হাতে যে তদন্ত রিপোর্ট তুলে দিয়েছেন, তাতে গুরুত্বপূর্ণ কিছু নিই। তদন্তের মূল জায়গাগুলো বাদ দিয়ে আনিসের পরিবারের হাতে রিপোর্ট তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই মামলার পরবর্তী শুনানি ১৮ এপ্রিল।
Comments are closed.