গরমের ছুটিতেও গরীব পড়ুয়াদের কথা চিন্তা করে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। গরমের ছুটিতেও পড়ুয়ারা বাড়িতে বসেই পাবেন মিড ডে মিলের খাদ্য সামগ্রী। কোভিডের সময় স্কুল বন্ধ থাকাকালীনও একই উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। কোভিড কালে স্কুলে শিক্ষক শিক্ষিকারা অভিভাবকদের হাতে তুলে দিতেন মিড ডে মিলের খাদ্য সমগ্রী। এবার গরমের ছুটিতেও সেই একই নিয়ম বহাল রাখল রাজ্য সরকার। মিড ডে মিলে আগের মতোই পড়ুয়ারা ২ কিলো চাল, ২ কিলো আলু, ২৫০ গ্রাম চিনি, ২৫০ গ্রাম ডাল ও একটি করে সাবান পাবে।
মঙ্গলবার স্কুলশিক্ষা দফতর একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, ২৫ মে থেকে মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এই বিষয়ে প্রত্যেক জেলাশাসক, জিটিএর কর্তা, শিলিগুড়ির মহকুমা শাসক ও কলকাতা প্রাথমিক শিক্ষা সংসদকে নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্তু এই মুহূর্তে বাজারে আলুর দাম উর্দ্ধমুখী। রাজ্যের বহু স্কুল বাজার থেকে আলু কিনে ছাত্রছাত্রীদের বিতরণ করে। আলুর দাম নিয়ে সমস্যা হতে পারে বলে মনে করছে কিছু স্কুল। তাই সরকারি হিসাবে দাম মেটানোর বিষয়টি জানিয়ে দিয়েছে স্কুলশিক্ষা দফতর। রাজ্যে ২ মে থেকে শুরু হয়েছে গরমের ছুটি। চলবে ১৫ জুন পর্যন্ত।
Comments are closed.