করোনা কালে স্কুল খোলার প্রথম দিনেই ৩ টি বাস সমেত উধাও পড়ুয়ারা, বাড়ি পৌঁছে গেছে পড়ুয়ারা দাবি স্কুলের
করোনা কালে স্কুল খুলেছিল আজই। স্কুল ছুটির পর ৩ টি বাস সমেত উধাও পড়ুয়ারা। বাসে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা ছিল। ঘটনাস্থল সল্টলেকের মহিষবাথানের শিক্ষা নিকেতন। স্কুল ছুটি হয়েছিল বেলা ১২ টার সময়। কিন্তু বেলা ৩.৩০ বেজে গেলেও বাড়ি ফেরেনি পড়ুয়ারা। ৩ টি বাসের ড্রাইভারের ফোন সুইচ অফ। স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
অন্যদিকে ৩ ঘন্টা পর পড়ুয়ারা বাড়ি পৌঁছে গেছে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। ভুল করে অন্য বাসে উঠে পড়েছিল তারা বলে দাবি স্কুলের। করোনার জন্য বন্ধ ছিল স্কুল। স্কুল খোলার প্রথম দিন তাই বিপত্তি। সাফাই স্কুলের তরফে। স্কুলে ইতিমধ্যেই গিয়ে প্রাথমিক শিক্ষা আধিকারিকরা।
Comments are closed.