মার খেতেই সিপিএম মইদুলদের পাঠিয়েছিল! অভিযোগ সুব্রতর, উদ্দেশ্য ভোট ফেরান
রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচী বামেদের
DYFI নেতার মৃত্যু প্রসঙ্গে তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখার্জির চাঞ্চল্যকর দাবি মার খাওয়াতেই কর্মীদের নবান্ন অভিযানে পাঠিয়েছিল সিপিএম। তিনি বলেন, ছাত্র আন্দোলনে কেউ মারা গিয়েছেন এটা খুবই দুঃখের। সেদিন মার খাওয়াতেই ওদের পাঠিয়েছিল সিপিএম। একটা বড় ভোট ওদের হাত থেকে বেরিয়ে গিয়েছে। সেই ভোট ফেরাতেই এই কাজ করছে সিপিএম। মৃত্যুর তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগ করেন সুব্রত।
[আরও পড়ুন- নবান্ন অভিযানে আক্রান্ত DYFI নেতার মৃত্যু]
নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠির আঘাতে আহত DYFI কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু হয় সোমবার সকালে। মইদুলের মৃত্যুর জন্য সিপিএম তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআরও করা হয়েছে বাম নেতৃত্বের তরফ থেকে।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, পুলিশের দিকে কর্মীদের এগিয়ে দিয়েছে এই বাম নেতারা। ছাত্র যুব কর্মীদের ব্যবহার করেছেন সিপিএমের নেতারা।
বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চ্যাটার্জির অভিযোগ, সিপিএম রাজনৈতিক জমি পুনরুদ্ধারের জন্য এইসব করছে।
অন্যদিকে নবান্ন অভিযানে এসে এখনও নিখোঁজ পাঁশকুড়ার সিপিএম কর্মী দীপক পাঁজা। সিপিএমের তরফে নিউ মার্কেট থানায় নিখোঁজ ডাইরি করা হয়।