নতুন মুকুট রাজ্যের মাথায়। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে শিক্ষার অগ্রগতিতে বড় সাফল্য এসেছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলছুটের হার শূন্য। এটি শুধু রাজ্যের নয়, গোটা দেশের জন্য এক অনন্য নজির।
কেন্দ্রের এই রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়াও হিমাচল প্রদেশ, দিল্লি, চণ্ডীগড়, ওড়িশা, তেলঙ্গানা, মহারাষ্ট্র, কেরল এবং তামিলনাড়ু প্রাথমিক স্তরে স্কুলছুটের হার শূন্য রাখতে সক্ষম হয়েছে। তবে উচ্চ প্রাথমিক স্তরে এই পরিসংখ্যান তেলঙ্গানা, তামিলনাড়ু ও কেরলে তবে নবম-দশম শ্রেণিতে পশ্চিমবঙ্গে সমস্যা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, মাধ্যমিক স্তরে রাজ্যে স্কুলছুটের হার ১৭.৮৫ শতাংশ।
প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এই সাফল্য ধরে রাখতে আরও উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে শিক্ষা দপ্তর। পাশাপাশি, মাধ্যমিক স্তরে স্কুলছুট কমাতে বিশেষ প্রকল্প চালু করা প্রয়োজন বলে মনে করছেন শিক্ষাবিদরা। তাঁদের মতে, পড়ুয়াদের মধ্যেই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।
Comments are closed.