পুজোর আগেই বন্ধ হতে চলেছে মেগা ধারাবাহিক! বছর ঘুরতে না ঘুরতেই তলানিতে ঠেকেছে টিআরপি, সেই জন্যই বছর পূর্তির আগেই চ্যানেল কাঁচি চালাবে এই ধারাবাহিকগুলির ওপর
বাংলা বিনোদন জগতের দুটি জনপ্রিয় চ্যানেল হল স্টার জলসা এবং জি বাংলা। তবে এখন সেই বিনোদন মাধ্যমে কালার্স বাংলাও বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে। তবে আমরা একটা জিনিস বর্তমানে খুব বেশি দেখতে পাচ্ছি যে যখনই কোন ধারাবাহিক টিআরপি রেটিং এ জায়গা পাচ্ছেনা বা স্লট লিডিং করতে পারছে না তাঁদের ওপর চ্যানেল কাঁচি চালিয়েছে। অর্থাৎ হঠাৎ হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক ধারাবাহিক। টিআরপি লিস্টের সেরা দশে থাকা “মন ফাগুন” এমনকি “উমা” র মতো ধারাবাহিক কেও বন্ধ করে দিয়েছে চ্যানেল। তবে এবার শোনা যাচ্ছে কালারস বাংলার জনপ্রিয় ধারাবাহিক “মৌ এর বাড়ি” বন্ধ করে দিতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ।
গত বছর আগস্ট মাসের শেষেই চারটি মেগা ধারাবাহিক নিয়ে ধারাবাহিকের অন্তরে প্রবেশ করেছিল কালার্স বাংলা। এই চারটি মেগা ধারাবাহিকের মধ্যে তিনটি এর আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু নিজের স্লট হারিয়েও টিকে ছিল “মৌ এর বাড়ি” ধারাবাহিক। মূলত এটি কালার্স বাংলার সব থেকে পুরনো ধারাবাহিক। তবে জানা যাচ্ছে যে আসন্ন ধারাবাহিক “ফেরারি মন” কে জায়গা করে দিতেই নিজের জায়গা থেকে সরে যাচ্ছে “মৌ এর বাড়ি”। তবে বলে রাখা ভালো এখনো পর্যন্ত কালার্স বাংলার কর্তৃপক্ষের তরফ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত “মৌ এর বাড়ি” ধারাবাহিকের মুখো চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী অদ্রিজা রায় ও অভিষেক শর্মাকে। এখানে অদ্রিজা তথা মৌ এবং অভিষেক তথা রূপকের কেমেস্ট্রি বেশ পছন্দ করতেন দর্শক। বর্তমানে সন্ধ্যা সাড়ে ছয়টার স্লটে সম্প্রচারিত হয় এই ধারাবাহিক।
তবে পরের মাস থেকেই এই স্লটে আসতে চলেছে “ফেরারি মন”। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র দেখতে পাওয়া যাবে, “ক্ষীরের পুতুল” খ্যাত অভিনেত্রী সুদীপ্তা রায় এবং “জয় জগন্নাথ” – এর নায়ক বিপুল পাত্র। জানা যাচ্ছে মূলত কলেজ প্রেমের গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক।
Comments are closed.