গরমে কার্যত পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। এই আবহে জল্পনা ছিলই স্কুল-কলেজগুলোতে গরমের ছুটি এগিয়ে আনবে রাজ্য। এদিন তাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্ন সভাঘরে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, ২ মে থেকে স্কুল-কলেজগুলোতে গরমের ছুটি পড়বে। সেই সঙ্গে ১৫ অথবা ২০ মে স্কুল কলেজ খোলা যাবে কিনা তা নিয়ে শিক্ষা সচিবকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেন। পাশপাশি শিক্ষাদফতরের সচিবকে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের বেসরকারি স্কুলগুলিতেও একই নির্দেশ পাঠানো হোক।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। জেলায় জেলায় সতর্কতা জারি করেছে রাজ্য। দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর হওয়া অফিস। এই অবস্থায় প্রথমে সকালে স্কুল খোলার পরামর্শ দেয় রাজ্যের শিক্ষাদফতর। সেই সময় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, গরমের ছুটি নিয়ে রাজ্য আলোচনা করছে। ছুটি সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তা পরে জানানো হবে।
Comments are closed.