পূর্ব ঘোষণা মোতাবেক আগামী ২ মে থেকেই রাজ্যের সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে। বুধবার ফের একবার তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে ২ মে থেকে ছুটি পড়লেও কবে ফের স্কুল খুলবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
সাধারণত, ২৪ মে থেকে সরকারি স্কুলে গরমের ছুটি পড়ে। কিন্তু গত বছর এবং এ বছর তীব্র গরমের কারণে ছুটি কিছুটা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেই মতো আগেই জানানো হয়েছিল, এ বছরও গরমের ছুটি ২ মে থেকে পড়বে। এদিকে এপ্রিলের শুরুতেই তীব্র দাবদাহের কারণে ১৭ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। সরকারি স্কুলগুলো বন্ধ থাকলেও এই সাত দিন বেসরকারি স্কুলগুলোতে অনলাইনে ক্লাস হয়। এদিকে এখন গরম তুলনামূলক কিছুটা কম থাকায়, শিক্ষকদের দাবি ছিল, গরমের ছুটি যেন ২৪ মে থেকেই পড়ে। যদিও ছুটির দিনের কোনও বদল হচ্ছে না বলেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন।
Comments are closed.