শুনানি শেষ। মঙ্গলবার মহারাষ্ট্রে ফড়নবিশ-অজিত পাওয়ার সরকার নিয়ে রায়দান করবে সর্বোচ্চ আদালত। সোমবার আদালত খুলতেই শুরু হয় মহারাষ্ট্র মামলার শুনানি। উভয় পক্ষের সওয়াল জবাব শোনেন বিচারপতি। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মহারাষ্ট্র মামলার রায় দেওয়া হবে বলে জানানো হয়।
সোমবার শুনানিতে এনসিপি এবং কংগ্রেসের তরফের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি দ্রুত আস্থা ভোটের দাবি জানিয়ে সওয়াল করেন, বিজেপি দাবি করছে তাদের সংখ্যাগরিষ্ঠ আছে। সত্যিই যদি তাই হয়, তাহলে এখনই আস্থা ভোটে যেতে কেন আপত্তি বিজেপির? বিজেপির তরফে আইনজীবী পাল্টা জানান, রাজ্যপাল সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেছেন। তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন? তিনি এক্তিয়ারের বাইরে গিয়ে কিছু করেননি। আদালত বিধানসভা পরিচালনার নিয়মে হস্তক্ষেপ করতে পারে না, বলেন মুকুল রোহতাগি। শিবসেনার তরফে আইনজীবী কপিল সিব্বল মধ্যরাতে তৎপরতার বিষয় তোলেন এজলাসে। সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর সুপ্রিম কোর্ট জানায় মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মহারাষ্ট্র মামলার রায় দান করা হবে।
Comments are closed.