সুপ্রিম কোর্টে গিয়েও রেহাই পেল না নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্য। মামলা গ্রহণ করলেও এখনই তাতে হস্তক্ষেপ করতে রাজি নয় সুপ্রিম কোর্ট। ফলে আপাতত ইডি হেফাজতেই থাকতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে।
ইডির গ্রেফতারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্যের আইনজীবী। এদিন তাঁর আইনজীবী মামলাটির দ্রুত শুনানির আর্জি করেন। বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করলেও দ্রুত শুনানির আর্জিতে সাড়া দেয়নি। ইডিকে এই মামলায় নোটিস দিতে বলেছে। আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। ততদিন ইডি হেফাজতেই থাকতে হবে মানিককে।
এর আগে সিবিআই তলবের বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল বিধায়ক। সেই সময় মানিককে ১০ দিনের রক্ষাকবচও দিয়েছিল আদালত। যদিও সঙ্গে এও বলেছিল, তদন্তে সহযোগিতা না করলে সিবিএও তাঁকে গ্রেফতার করতে পারবে। সিবিআইয়ের মামলায় রক্ষা কবচরের মধ্যেই সোমবার মাঝরাতে মানিককে গ্রেফতার করেছে ইডি। মঙ্গলবারই ধৃত বিধায়ককে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট।
Comments are closed.