মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাঁকে কিছুটা স্বস্তি দিয়ে নির্দেশ দিয়েছিল, সিবিআই কোনও কড়া পদকক্ষেপ করতে পারবে না, সেই সঙ্গে অপসারণের নির্দেশেও স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু বৃহস্পতিবার আর স্বস্তি পেলেন না ধৃত মানিক ভট্টাচার্য। এদিন কোর্ট আবেদন খারিজ করে জানিয়ে দেয় আপাতত মানিক ভট্টাচার্যকে ইডি হেফাজতেই থাকতে হবে।
মঙ্গলবারই সিবিআইয়ের বিরুদ্ধে করা মামলার পাশপাশি ইডির গ্রেফতারির বিরুদ্ধেও মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মঙ্গলবারের শুনানিতে সিবিআই রক্ষাকবচ মিললেও ইডি’র গ্রেফতারি নিয়ে রায় দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সেই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মানিক ভট্টাচার্যের আবেদন করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, তাঁকে এখনও ইডি হেফাজতেই থাকতে হবে।
সিবিআইয়ের গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। তাঁর আবেদনে সারা দিয়ে কোর্ট রক্ষাকবচ দিয়েও ছিল। কিন্তু রক্ষাকবচের মেয়াদ থাকাকালীনই প্রাথমিক নিয়োগে আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি মানিককে গ্রেফতার করে। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়েও আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্যের আইনজীবী। কিন্তু এদিন আদালত তৃণমূল বিধায়কের আবেদন খারিজ করে দেয়।
Comments are closed.