রাজ্যের হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে কেন, বিজেপির আইনজীবী নেতাকে প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির
নাগরিকত্ব আইনের বিরোধিতায় বাংলার হিংসা নিয়ে কেন সুপ্রিম কোর্টে মামলা? কেন কলকাতা হাইকোর্টে আবেদন জানাননি? বিজেপি নেতাকে প্রশ্ন অসন্তুষ্ট শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এস এ বোবদের।
পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনে মুর্শিদাবাদের লালগোলা স্টেশন ভাঙচুরের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায়। বাংলায় হিংসাত্মক ঘটনার সিবিআই তদন্ত অথবা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিট গঠনের আর্জি জানান তিনি। সোমবার বিজেপি নেতা তথা আইনজীবীর এই আবেদন গ্রহণ করলেও তাঁর জরুরি শুনানির আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বলেন, পশ্চিমবঙ্গের হিংসার ঘটনা নিয়ে কেন সুপ্রিম কোর্টে মামলা করেছেন আবেদনকারী? কেন বাংলার হাইকোর্টে যাননি। তাঁর কটাক্ষ, সুপ্রিম কোর্ট ট্রায়াল কোর্ট নয়। দেশের বিভিন্ন প্রান্তের পুঙ্খানুপুঙ্খ ঘটনার বিচার করা সুপ্রিম কোর্টের কাজ নয়।
আবেদনকারী অশ্বিনীকুমার উপাধ্যায় নাগরিকত্ব আইনের বিরোধিতায় লালগোলা স্টেশনে হিংসা, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় এবং উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (এএমইউ) গণ্ডগোলের ঘটনায় কেন্দ্রীয় তদন্তের আর্জি জানান। যা নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েন তিনি।
Comments are closed.