সুপ্রিম কোর্টে অ্যাকশন প্যাকড বৃহস্পতিবার, আজই রায় ঘোষণা হতে চলেছে সবরীমালা এবং রাফাল মামলার

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সকাল সাড়ে ১০ টায় রায় দেবে সবরীমালা মামলায়। গত বছর সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, কেরলের সবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলারা প্রবেশ করতে পারবেন এবং অন্যদের মতো পুজো দিতে পারবেন। সেই রায়কে কেন্দ্র করে নজিরবিহীন ঘটনা ঘটে দক্ষিণের রাজ্যে। বিজেপি-আরএসএস সহ অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠন সরাসরি সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করে। আগুন জ্বলে কেরলে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে অনড় থাকে কেরলের সিপিএম সরকার। এই রায়ের পুনর্বিবেচনার আর্জি জমা পড়ে সুপ্রিম কোর্টে। গত ৬ ফেব্রুয়ারি মামলার শুনানি শেষ হয়। রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সেই মামলারই রায় ঘোষণা হবে।
অন্যদিকে লোকসভা নির্বাচনের সময় বিরোধীদের প্রচারের অন্যতম অস্ত্র রাফাল মামলারও রায় ঘোষণা হবে একই দিনে। সুপ্রিম কোর্ট এর আগে রাফাল ইস্যুতে কোনও বেনিয়ম হয়নি বলে জানিয়েছিল। পরবর্তীতে শীর্ষ আদালত 58 হাজার কোটি টাকার রায় পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করে। সেই মামলারও রায় বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে। সব মিলিয়ে বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের কার্যকালের শেষ বৃহস্পতিবারের দিকেই তাকিয়ে গোটা দেশ।

Comments are closed.