বিজেপির এমন একজন তৃণমূলে আসবে, সবাই অবাক হয়ে যাবেন। চেতলায় প্রচারে গিয়ে জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার অন্য দিনের মত ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জির হয়ে চেতলায় প্রচারে যান ফিরহাদ হাকিম।
প্রচারে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন, বিজেপির এমন একজন নাম তৃণমূলে আসবে, অবাক হয়ে যাবেন। তিনি প্রথমে বলতে যাচ্ছিলেন তৃণমূলে ফিরে আসে এমন একজন, এরপরেই তিনি ভুল শুধরে নিয়ে বলেন, এমন একজন তৃণমূলে আসবে। যা কেউ ভাবতেই পারবে না।
এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, আলোচনার মাধ্যমে সব সম্ভব হয়। তিনি বার্তা দেন, এমন কেউ কিছু করবেন না। কোনও সমস্যা থাকলে আলোচনায় বসুন। কিন্তু হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া ঠিক নয়। কয়েকদিন আগেই সকলকে চমক দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। এরপরই বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় দিলীপ ঘোষকে। তাঁর জায়গায় আনা হয় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি করা হয়। মুকুল রায়ের তৃণমূলে ফিরে যাওয়ার পর থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন কয়েকজন বিজেপি বিধায়ক। এখন দেখার ফিরহাদ হাকিমের কথা অনুযায়ী বিজেপির কোন মুখ চমক দিয়ে তৃণমূলে যোগ দেয়।
Comments are closed.