সূর্যকান্ত মিশ্র: ওঁর মতো মাতৃসমার বিদেশমন্ত্রী হওয়ার পিছনে আরএসএস যোগ না থাকলেই ভালো হত

৩ বছর পরে জন্মালেও সুষমা স্বরাজ ছিলেন তাঁর বড় দিদির মতো, তাঁদের ব্যক্তিগত ও প্রশাসনিক সম্পর্ক ভীষণ ভালো। তবে এমন একজন মাতৃসমা মহিলার বিদেশমন্ত্রী হওয়ার পিছনে আরএসএসের পৃষ্ঠপোষকতা না থাকলেই কি ভালো হত না, ট্যুইটারে লিখলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুষমা স্বরাজের। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে রাজনৈতিক মহল। এই প্রেক্ষিতে একটি ট্যুইট করেন সিপিএমের রাজ্য সম্পাদক। সুষমা স্বরাজের একটি সাদা-কালো ছবি পোস্ট করে তাঁর স্মৃতিচারণা করেন সূর্যকান্ত মিশ্র।
সিপিএমের রাজ্য সম্পাদক ট্যুইটার লেখেন, সুষমা স্বরাজ তাঁর থেকে ৩ বছরের ছোট। যদিও তাঁর সঙ্গে সর্বদা দিদির মতোই আচরণ করতেন। এজন্য নয়, যে উঁনি যখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তখন আমি ছিলাম রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পদে। এরপরই ট্যুইটে সূক্ষ্ম খোঁচা সিপিএম রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্যের। লেখেন, আরএসএস প্রভাব ছাড়া এমন একজন মাতৃসমা মহিলা বিদেশমন্ত্রী হলে কি ভালো হত না? ট্যুইটে প্রয়াত সুষমা স্বরাজের পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করেছেন সূর্যকান্ত মিশ্র।

Comments are closed.