দল বিরোধী কার্যকলাপের জন্য সাসপেন্ড করা হল তিন বিজেপি নেতাকে। পুরুলিয়া জেলা বিজেপির এই তিন নেতা হলেন বিজেপির এসসি মোর্চার জেলা সাধারণ সম্পাদক স্বপন বাউড়ি, কাশিপুর বিধানসভার আইনি সেলের কনভেনার শুভদীপ প্রামাণিক ও বলরামপুর বিধানসভার মণ্ডল সভাপতি অশ্বিনী সিংহ সর্দার।
জানা গেছে, বিজেপির এসসি মোর্চার জেলা সাধারণ সম্পাদক স্বপন বাউড়ি বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হয়েছিলেন। বলরামপুর বিধানসভার মণ্ডল সভাপতি অশ্বিনী সিংহ সর্দারও দলের নির্দেশ অমান্য করে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আর কাশিপুর বিধানসভার আইনি সেলের কনভেনার শুভদীপ প্রামাণিক সোশ্যাল মিডিয়ায় দলের কিছু নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এ কারণেই তাঁদের সাসপেন্ড করেছে দল বলে সূত্রের খবর।
অন্যদিকে সাসপেন্ড হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েছেন তিন নেতা। স্বপন বাউড়ি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে অন্ধ ধৃতরাষ্ট্র বলেও কটাক্ষ করে জানিয়েছেন, দলে যাঁরা দুর্নীতিপরায়ণ তাঁদের বিধানসভায় টিকিট দেওয়া হয়েছে। দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেননি বলে দাবি করেছেন শুভদীপ প্রামাণিক।
অশ্বিনী সিংহ সর্দারের অভিযোগ দলে পুরনো কর্মীদের কোনও মর্যাদা নেই।
তিন নেতাকে সাসপেন্ড করার পর তৃণমূলের পুরুলিয়া জেলা সাধারণ সম্পাদক হাজারি বাউরি জানিয়েছেন, বিজেপিতে কোনও শৃঙ্খলা নেই, প্রমাণ পাওয়া গেল।
Comments are closed.