অমিত শাহের সঙ্গে বৈঠকে বাংলা নিয়ে কী কথা শুভেন্দুর? কাল দেখা করবেন মোদীর সঙ্গে

মঙ্গলবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে শাহর সঙ্গে আলোচনা হয়েছে বলে খবর।

সোমবার রাতে দিল্লি গিয়েছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার প্রথমে দিল্লিতে বন্দর ও জাহাজ মন্ত্রী মানসুক মন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু। অন্যান্য বিষয়ের সঙ্গে হলদিয়া বন্দরের উন্নয়ন নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে খবর। মন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে করে পৌঁছে যান অমিত শাহর বাসভবনে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে শুভেন্দু যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার বাড়ি। জানা যাচ্ছে, নাড্ডার বাসভবনে রাজ্য বিজেপির সাংগঠনিক কার্যকলাপ নিয়ে আলোচনা করবেন নন্দীগ্রামের বিধায়ক।

ভোটের ফল প্রকাশের পর তৃণমূল ত্যাগী বেশ কয়েকজন পুনরায় তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেছেন। অন্যদিকে রাজ্য বিজপি সভাপতি দিলীপ ঘোষ সংগঠনিক মিটিং-এ গিয়ে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়ছেন। এই সমস্ত কিছুই নাড্ডার সঙ্গে আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। জেপি নাড্ডার সঙ্গে আলোচনা শেষে সাংবাদিক বৈঠক করতে পারেন শুভেন্দু।

বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা শুভেন্দু অধিকারীর। রাজ্য বিজেপির আগামী দিনের কর্মসূচির কোন পথে এগোবে সে নিয়ে শুভেন্দুকে নির্দেশ দিতে পারেন মোদী।

Comments are closed.