অমিত শাহের সঙ্গে হেলিকপ্টারে কলকাতা আসছেন শুভেন্দু অধিকারী। তাহলে কি রাজ্য বিজেপিতে বড়ো কোন দায়িত্ব পাচ্ছেন তিনি? জল্পনা শুরু হয়েছে। এদিকে মেদিনীপুরের সভায় বিজেপির পতাকা হাতে তুলে নেওয়ার পর শুভেন্দু আক্রমণ শানান তৃণমূলের দিকে। নরেন্দ্র মোদীর প্রতি আস্থা জানিয়ে বলেন, আমি চাই কলকাতা ও দিল্লিতে একই দলের সরকার থাকুক। পাশাপাশি তীব্র আক্রমণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির দিকে। নাম না করে তাঁকে তোলাবাজ ভাইপো বলে অভিহিত করেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী।
Comments are closed.