মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে এবার স্পিকারকে চিঠি শুভেন্দু অধিকারীর

তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই বিধায়ক পদ থেকে সরে দাঁড়ানোর জন্য মুকুল রায়কে চাপ দিচ্ছিল বিজেপি। এবার তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকার বিমান ব্যানার্জিকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অফিকারী। বৃহস্পতিবার স্পিকারকে একটি চিঠি দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, যত তাড়াতাড়ি সম্ভব মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন করছি।

বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন মুকুল রায়। তাঁর প্রতিপক্ষ ছিলেন তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখার্জি। কিন্তু জিতে যান মুকুল রায়।

সম্প্রতি বিজেপি ছেড়ে ছেলেকে সঙ্গে নিয়ে মুকুল রায় যোগ দিয়েছেন তৃণমূলে। কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি তিনি। এমনকি সর্বভারতীয় বিজেপির সহ সভাপতির পদ থেকেও ইস্তফা দেননি।

এরপরেই তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হয় বিজেপি। এমনকি দলত্যাগ বিরোধী আইন খুব শীঘ্র আনা হবে বলে জানান নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

তিনি জানান, কেন্দ্রীয় আইনমন্ত্ৰী রবিশঙ্কর প্রসাদের সঙ্গে দলত্যাগ বিরোধী আইন নিয়ে কথাও হয়েছে তাঁর।

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর তৃণমূলের সাংসদ পদ খারিজের দাবি তোলা হয়।

Comments are closed.