ঝাড়খন্ডে বিজেপি কর্মীদের হাতে নিগৃহীত স্বামী অগ্নিবেশ, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর।

ঝাড়খন্ডে বিজেপি কর্মীদের হাতে নিগৃহীত হলেন সমাজকর্মী স্বামী অগ্নিবেশ। অভিযোগ, কালো পতাকা দেখানো, স্লোগান দেওয়ার পাশাপাশি প্রবীণ এই সমাজকর্মীকে প্রায় মাটিতে ফেলে কিল-চড়, লাথি মারেন এবিভিপি ও বিজেপি যুব মোর্চার কর্মীরা। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। মঙ্গলবার ঝাড়খন্ডের পাঁকুড়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ৮০ বছরের স্বামী অগ্নিবেশ।

ঘটনার পর সংবাদমাধ্যমকে এই বিশিষ্ট সমাজকর্মী জানিয়েছেন, নিগ্রহের সময় ওই সকল বিজেপি কর্মী ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিচ্ছিলেন। পাশাপাশি বিস্ফোরক অভিযোগ করেছেন স্বামী অগ্নিবেশ। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে কোনও পুলিশকর্মী উপস্থিত ছিলেন না। জেলা পুলিশ সুপার ও জেলা শাসককে ফোন করেও তিনি কোনও সাড়া পাননি। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হলেও, তাঁর সেই কথা শোনা হয়নি বলে অভিযোগ স্বামী অগ্নিবেশের।

Leave A Reply

Your email address will not be published.