অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করে অত্যাবশ্যক, তথাগত রায়ের টুইটে দায়ের হল FIR  

এবার তথাগত রায়ের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। বিধানসভা ভোটের পর থেকে একের পর এক বিজেপি বিরোধী টুইট করেছিলেন তথাগত রায়। গত সোমবার একটি বিস্ফোরক টুইট করেন তথাগত রায়। সেখানে তিনি লেখেন, ৩ থেকে ৭৭(এখন ৭০) গোছের আবোলতাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করে অত্যাবশ্যক। দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা- এরা দুজনে নেতৃত্ব দিন। পুরোনো চক্রে ফেঁসে থাকলে এখন যে পুরভোটের প্রার্থী পাওয়া যাচ্ছে না এরকম অবস্থায় চলবে।

এই টুইটের পরে কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন ব্যানার্জি তথাগত রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

সায়ন ব্যানার্জির দাবি, তথাগত রায় বলেছেন, বিধানসভা নির্বাচনে নারী ও অর্থের আদানপ্রদান হয়েছে। এই অভিযোগের পূর্ণ তদন্ত দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, এর আগেও একাধিক বিস্ফোরক টুইট করেছেন তথাগত রায়। বিধানসভা নির্বাচনের পর থেকে একের পর এক টুইটে বিজেপি নেতাদের বিঁধেছেন তিনি। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, কতদিন লজ্জা পাবেন, এবার দল ছেড়ে দিন। এর বিরুদ্ধে গিয়ে তথাগত রায় বলেন, দল ছাড়তে পারলে অনেক গুপ্ত কথা ফাঁস করে দিতাম।

Comments are closed.