দাদু সম্বোধন নিয়ে ক্ষুব্ধ বিজেপি নেতা তথাগত রায়। তাঁর ফেসবুক পোস্ট ঘিরে ইতিমধ্যেই জন্ম নিয়েছে বিতর্ক। ফেসবুকে তিনি লেখেন, ‘দাদু’ মানে তো বাবার বাবা ও মায়ের বাবা দুই-ই হয়। আমি তাদের মধ্যে কাদের বাবার এবং কাদের মায়ের জন্ম দিয়েছিলাম ?”
ফেসবুক পোস্টের শুরুতেই তথাগত রায় লেখেন, “যারা আমাকে ‘দাদু’ সম্বোধন করে তাদেরকে আমার আশীর্বাদ জানাই। শুধু সেই সব নাতি-নাতনিদের কাছে একটা প্রশ্নের উত্তর কিছুতেই পাচ্ছি না।
https://m.facebook.com/story.php?story_fbid=10158780559959794&id=772269793
৭৫ বছরের এই বিজেপি নেতার এই পোস্টে রীতিমত ক্ষুব্ধ নেটিজেনরা। অনেকেই তাঁর মতন উচ্চ শিক্ষিত মানুষের কাছে এই ধরণের ভাষায় ক্ষুব্ধ। অনেকেই আবার মন্তব্য করেছে ভাষার বিষয়ে আরও একটু যত্নশীল হতে পারতেন তিনি। অনেকে আবার তাঁকে জাতির দাদু বলে সম্বোধন করেছেন।
এর আগেও সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন তথাগত রায়। দিলীপ ঘোষের হাতে কন্যাশ্রী বানানের ভুল পোস্টার দেখে তিনি লিখেছিলেন, এই জন্যেই বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন,মূর্খের অশেষ দোষ।’
ভোটের আগে দোলের দিন গঙ্গাবক্ষে নৌকাবিহারে তৃণমূল প্রার্থী মদন মিত্রের সঙ্গে বিজেপি প্রার্থী শ্রাবন্তী, তনুশ্রী ও পায়েল ছিলেন। ভোটে তাঁদের হারের পর তথাগত রায় বলেছিলেন, ‘নগরীর নটী চলে অভিসারে যৌবনমদে মত্তা! এই নটীদের এখনো এই বোধ হয়নি যে রাজনীতিটা অভিসার নয়। শেষপর্যন্ত বাসবদত্তার অবস্থা না হলেই ভালো।’ তাঁর এই মন্তব্যে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক।
Comments are closed.