এবার কুকুরের ছবির সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র ছবি কোলাজ করে টুইটারে পোস্ট করলেন তথাগত রায়।
পোস্টে লেখা, ‘পশ্চিমবঙ্গে আবার ভোডাফোন।’ সেখানে ব্যবহার করা হয়েছে পাগ প্রজাতির কুকুর।
আগে ভোডাফোনের বিজ্ঞপনে দেখা যেত পাগ প্রজাতির কুকুরকে। একুশের ফলাফল ঘোষণার পর একাধিকবার রাজ্য বিজেপিকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন তথাগত রায়। মুকুল রায় তৃণমূলে ফিরে যাওয়ার সময় তিনি কৈলাস বিজয়বর্গীয়কে বোকা বিড়াল বলেছিলেন। একটি টুইটে লিখেছিলেন, মমতা ব্যানার্জি প্লিজ এই বোকা বিড়ালটিকে তৃণমূলে নিয়ে যান। ইনি বন্ধুকে না পেয়ে হতাশ হবেন। তাঁরা সারাদিন একসঙ্গে ফিসফিস করত।
আর এবার কুকুরের সঙ্গে ছবি পোস্ট।
বিধানসভা নির্বাচনে প্রার্থীদের নিয়ে সরব হয়েছিলেন তথাগত রায়। তিনি লিখেছিলেন, তৃণমূলের নেতাদের অতিরিক্ত গুরুত্ব দেওয়াতেই ভরাডুবি। দলের পুরনো নেতাদের গুরুত্ব না দেওয়াটা ঠিক হয়নি।
তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে নৌকা বিহার প্ৰসঙ্গে একুশের নির্বাচনে শ্রাবন্তী চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী ও পায়েল সরকারকে কটাক্ষ করে তিনি বলেছিলেন, নগরীর নটী টিকিট পেয়ে মদনের সঙ্গে জলকেলি করেছে, তারপর হেরে গিয়ে ভ্যানিশ হয়ে গিয়েছে। হাতে ভুল বানানের প্ল্যাকার্ড নিয়ে থাকার জন্য দিলীপ ঘোষকেও আক্রমণ করেছিলেন তিনি।
Comments are closed.