উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে ছুটি নিতে পারবেন না শিক্ষক ও শিক্ষাকর্মীরা, বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের
উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরীক্ষার দিনগুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীরা ছুটি নিতে পারবেন না। জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সব স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই নির্দেশ দেওয়ার পাশাপাশি জানিয়ে দেয়, একাদশ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অন্য সব ক্লাসের পঠন-পাঠনও স্থগিত রাখতে হবে।
রবিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পৃথক বিজ্ঞপ্তি জারি করে। প্রথমত জানিয়ে দেওয়া হয়েছে, খুব জরুরি অবস্থায় শুধুমাত্র ছুটি নিতে পারবেন। সেই ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির প্রধানকে স্কুল পরিদর্শকের সঙ্গে আলোচনা করতে হবে। সব দিক খতিয়ে দেখেই ছুটি নিতে পারবেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
অন্য একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব স্কুলে উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরীক্ষা চলবে, সেই সব স্কুলে পরীক্ষার দিনগুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে হবে। আর যে সব স্কুলে শুধু একাদশ শ্রেণির পরীক্ষা হওয়ার কথা, সেই সব স্কুলে পরীক্ষার দিনে পঠনপাঠন পুরোপুরি বন্ধ থাকবে না কি আংশিক হবে, তা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ। শেষ হবে ২৭ মার্চ। ওই সময় চলবে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষাও।
Comments are closed.