নবান্নে মমতার সঙ্গে বৈঠকে তেজস্বী, কথা হতে পারে নির্বাচনী সমঝোতা নিয়ে
রাজ্যে দু তিনটে আসনে প্রার্থী দিতে চায় আরজেডি
সোমবার বিকেলে মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করবেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিকেল চারটেয় নবান্নে হবে এই বৈঠক।
রবিবারের ব্রিগেডে লালু পুত্র থাকতে পারেন বলে একটা জল্পনা ছিল। কলকাতায় থাকলেও তাঁকে ব্রিগেড ময়দানে দেখা যায়নি। এদিকে ভোটের মুখে মমতার সঙ্গে বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। নির্বাচনী সমঝোতা নিয়ে এই বৈঠক বলে সূত্রের খবর। রাজ্যে দু তিনটে আসনে প্রার্থী দিতে চায় আরজেডি। যদিও তৃণমূল সূত্রে দাবি, মমতার সঙ্গে তেজস্বীর সাক্ষাৎকার শুধুমাত্র সৌজন্যমূলক।
[আরও পড়ুন- ১ সিলিন্ডারে গোটা জীবন… রক্কে কর রগুবীর! হাসির মোড়কে গ্যাস-খোঁচা সায়নীর]
প্রসঙ্গত, গত বিহার নির্বাচনের ফলাফলের পর তেজস্বী যাদব সারা দেশে বিজেপি বিরোধী অন্যতম মুখ হিসেবে উঠে এসেছিলেন। বর্তমানে এই তরুণ নেতা বিহার বিধান সভার বিরোধী নেতা।
Comments are closed.