ফের রাজ্যে কিছুটা শীতের আমেজ ফিরল। বৃহস্পতিবার পর্যন্তও শহরের তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের কিছুটা বেশি। কিন্তু শুক্রবার একধাক্কায় তাপমাত্রা অনেকটা কমেছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
শুক্রবার সকাল থেকেই বেশ শীতের আমেজ ছিল। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা কমে এসেছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। এদিন সকালের দিকে কিছুটা কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে বলেই জানা গিয়েছে। এদিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়ার এই ওঠানামা বজায় থাকবে। এরপর তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। ফেব্রুয়ারির মধ্যেই রাজ্য থেকে পুরোপুরি শীত বিদায় নেবে বলে হাওয়া অফিস জানিয়েছে।
Comments are closed.