জেলায় জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়ে গিয়েছে। আশার কথা, কলকাতাতেও সোমবারের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল, এদিন তা কমে হয় ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও এদিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ছিল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
হাওয়া অফিসের তরফে আগেই জানানো হয়েছিল, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। ফলে জাঁকিয়ে শীত কিছুটা বাধা পেয়েছে। তবে, আগামী কয়েকদিনের মধ্যে জেলার মতো কলকাতাতেও জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে জানানো হয়েছে।
শহরে তাপমাত্রা খানিকটা বেশি থাকলেও, শীতের আমেজ বজায় রয়েছে। ভোরের দিকে কিংবা সন্ধ্যের পর বেশ ঠান্ডা অনুভব করা যাচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রার ব্যাপক পতন হয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ৯-১০ ডিগ্রিতেও নেমে গিয়েছে বলে খবর।
Comments are closed.