ঘূর্ণিঝড়ের রেশ কাটতেই কমছে তাপমাত্রা, রাজ্যে কবে থেকে জাঁকিয়ে শীত? 

ঘুর্ণিঝড় ‘মিথিলি’র রেশ কেটে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের রেশ কাটতেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামতে শুরু করেছে। ফিরে এসেছে শীতের আমেজ। যদিও জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে বলে জানানো হয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘ কেটে যাওয়ার কারণে তাপমাত্রা কিছুটা কমবে। তবে দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমান কিছুটা থাকায়, অদ্রতাজনিত অস্বস্তিও থাকবে। যদিও রাতের দিকে এবং ভোরের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। কিছুটা শীত শীত অনুভূত হবে। তবে এখনই পাকাপাকি শীত পড়ছে না। যদিও পশ্চিমের দিকে জেলাগুলোতে বেশ কিছুটা তাপমাত্রা কমবে। রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না। 

উল্লেখ্য, কালীপুজো কেটে গিয়েছে। সামনেই জগদ্ধাত্রী পুজো। মোটের ওপরে আবহাওয়া মনরোম থাকায়, উৎসবের মরশুমে বেশ কিছুটা স্বস্তিতে থাকবে রাজ্যবাসী। 

Comments are closed.