বাড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দোলের আগেই তীব্র পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। মাঝে দু’দিন শহর থেকে জেলায় শীত শীত অনুভূত হলেও সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রা।

সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে শহরের তাপমাত্রা কিছুটা বাড়বে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী শুক্রবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি।

Comments are closed.