ভিড় সামাল দিতে হোমগার্ড নিয়োগ! কালী-জগদ্ধাত্রী পুজো নিয়ে বিশেষ উদ্যোগ রাজ্যের

কালীপুজো ও জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে ভিড় সামাল দিতে অস্থায়ী হোমগার্ড নিয়োগ করবে রাজ্য সরকার। এই পদে নেওয়া হবে ১২৫০ জনকে। প্রত্যেকেদিন ৫৮২ টাকা করে পাবে তারা। এই মর্মে ইতিমধ্যে নির্দেশিকাও জারি হয়েছে। এবারে ১৩,১৪ এবং ১৫ নভেম্বর তিন দিন হবে কালীপুজোর ভাসান। 

দুর্গাপুজো শেষ হয়েছে। যদিও রাজ্যে এখন উৎসবের মরশুম চলছে। রবিবার কালীপুজো। সামনেই আবার জগদ্ধাত্রী পুজো। সব মিলিয়েই উৎসবের মরশুমে যে জনতার ঢল নামবে, তা এক প্রকার নিশ্চিত। সেই কারণেই রাজ্য পুলিশ এবং সিভিক পুলিশের পাশাপাশি বাড়তি অস্থায়ী হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত নবান্নের। 

উল্লেখ্য, বুধবার থেকেই কালীপুজোর উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন ভবানীপুরের ভেনাস ক্লাস, জানাবাজার সহ বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন তিনি। পায়ের চোটের কারণে ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করলেও কালীপুজোর উদ্বোধনে তিনি সশরীরেই উপস্থিত ছিলেন। 

Comments are closed.