রাজ্যের ২ মন্ত্রী, এক বিধায়ককে গ্রেফতারি এবং তার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর সিবিআই অফিসে গিয়ে নিজের গ্রেফতারি দাবি করার ঘটনা ক্রমশ উত্তপ্ত। নিজাম প্যালেসের সামনে ব্যাপক বিক্ষোভ তৃণমূলের। রাজ্যপালকে নিয়ে স্লোগান।
নিজাম প্যালেসে ধুন্ধুমার। সুব্রত, ফিরহাদ, মদন, শোভন চ্যাটার্জি, এই ৪ জনকে গ্রেফতার করার পর সিবিআই অফিসে চলে আসেন মুখ্যমন্ত্রী। তিনি সিবিআইকে জানান, আমাকেও গ্রেফতার করুন।
এদিকে বাইরে জড়ো হতে থাকেন তৃণমূল কর্মীরা। পুলিশ ব্যারিকেড দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করে। অভিযোগ, উত্তেজিত তৃণমূল কর্মী সমর্থকেরা ব্যারিকেড ঠেলে নিজাম প্যালেসের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেন। তখন লাঠি চার্জ করে কেন্দ্রীয় বাহিনী। তাতে আরও উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। পাল্টা ইট, পাথর উড়ে আসতে থাকে। রণক্ষেত্রের রূপ নেয় নিজাম প্যালেস। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় তৃণমূল কর্মী সমর্থকদের।
এরপর ৪ জন আইপিএস অফিসারের নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাঁরা কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে ভিতরে ঢুকিয়ে দেয়। এলাকার দখল নেয় কলকাতা পুলিশ।
Comments are closed.