পুরভোট ঠেকাতে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। প্রধান বিচারপতি রাজ্য বিজেপি নেতৃত্বকে বৃহস্পতিবার দুপুর ১টায় সময় দিয়েছেন। সেখানেই তিনি রাজ্য বিজেপির সঙ্গে কথা বলবেন এরপর ওই মামলা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। অন্যদিকে এদিনই রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুরনিগমের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। একবার নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেলে তা প্রত্যাহার করা যায় না। সেইক্ষেত্রে বিজেপির দাবি কতটা মানা হবে, তা নিয়ে দ্বন্দ্ব তৈরী হয়েছে।
বিজেপির আইনজীবীদের দাবি, হাইকোর্টে পুর সংক্রান্ত মামলা বিচারাধীন থাকাকালীন কলকাতার পুরভোটের বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে কমিশন। কীভাবে সেটা করা যায়? সেই আর্জির ভিত্তিতে হাইকোর্টের প্রধান বিচারপতি জানান, এটা দৃষ্টি আকর্ষণের জন্য সঠিক সময় নয়। দুপুর ১ টায় বিজেপির আইনজীবীদের আসতে বলেন।
ঠিক এক বছর আগেই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দৌড়েছিল রাজ্য বিজেপি। কোভিড আবহেও পুরভোট করানো নিয়ে মামলা করেছিল বিজেপি। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে হারের পর এখন তাঁরাই পুরভোট ঠেকিয়ে দিতে চাইছেন।
উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ ডিসেম্বর (রবিবার) কলকাতার ১৪৪ টি ওয়ার্ড ভোটগ্রহণ হবে। ১ ডিসেম্বর হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ২১ ডিসেম্বর ভোটগণনা হবে। পুরো ভোটপ্রক্রিয়া শেষ করতে হবে ২২ ডিসেম্বরের মধ্যে। এদিন থেকেই কার্যকর হতে চলেছে আদর্শ আচরণবিধি।
Comments are closed.