চার কেন্দ্রে উপনির্বাচনে পরিচালন কমিটি গড়ল বিজেপি, কমিটির সদস্যদের নাম ঘোষণা

রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচন ৩০ অক্টোবর। এখনও কোনও কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। কিন্তু খড়দা, শান্তিপুর, গোসাবা ও দিনহাটায় ভোটের জন্য পরিচালন কমিটি গড়ল রাজ্য বিজেপি। সোমবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সেই কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছেন।

এই চার কেন্দ্রের মধ্যে শান্তিপুর ও দিনহাটা আসনে ২১ এর ভোটে জয়ী হয়েছিল বিজেপি। তাই এই দুই কেন্দ্র হাতছাড়া করতে নারাজ বিজেপি। দিনহাটা কেন্দ্রে জয়ী হয়েছিলেন নিশীথ প্রামাণিক। তাই এই কেন্দ্রের জন্য পর্যবেক্ষক করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ নিশীথ প্রামাণিককেই। নির্বাচনী কমিটির ইনচার্জ পদে রয়েছেন দীপেন প্রামাণিক। কো-ইনচার্জের দায়িত্বে রয়েছেন ৯ জন। একইভাবে শান্তিপুরেও জয়ী হয়েছিলেন জগন্নাথ সরকার। তাই এই কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষক হচ্ছেন সাংসদ জগন্নাথ সরকারই।

খড়দা আসনে জিতেছিলেন তৃণমূলের কাজল সিনহা। কিন্তু তাঁর মৃত্যুর পর তাই এই আসনে হচ্ছে উপনির্বাচন। এই কেন্দ্রের বিজেপির পর্যবেক্ষক হচ্ছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। গোসাবা আসনেও কোভিড সংক্রমিত হয়ে মৃত্যু হয় তৃণমূলের বিধায়ক জয়ন্ত নস্করের। তাই এই আসনে উপনির্বাচন হচ্ছে। গোসাবা বিধানসভা কেন্দ্রের বিজেপির নির্বাচনী কমিটির পর্যবেক্ষক হচ্ছেন সাংসদ জ্যোর্তিময় সিংহ মাহাতো।

রবিবারই ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটের ফলাফল ঘোষণা হয়েছে। এই তিন কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল। ৩০ অক্টোবর বাকি ৪ কেন্দ্রে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই চার কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। এমনকি শুরু হয়ে গেছে প্রচার। আর সেখানে প্রার্থী দেওয়া তো দূরহস্ত, ভোটের জন্য পরিচালন কমিটি গড়ল রাজ্য বিজেপি।

Comments are closed.