ইউক্রেন থেকে নিহত প্রথম ভারতীয় ছাত্রের মৃতদেহ ফিরল দেশের বাড়িতে, মোদীকে ধন্যবাদ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর
নবীনের পরিবার তাঁর দেহ দাভাঙ্গেরের একটি মেডিকেল কলেজে দান করার সিদ্ধান্ত নিয়েছে
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে প্রথম নিহত ভারতীয় মেডিক্যাল ছাত্রের মৃতদেহ ফিরল দেশের বাড়িতে। সোমবার সকালে কর্ণাটকের হাভেরি জেলার চালাগেরি গ্রামের নিজের বাড়িতে দেহ পৌঁছায়। ১ মার্চ খবার কিনতে বাইরে গিয়েছিল ইউক্রেনে চতুর্থ বর্ষের ছাত্র নবীন এস.জি। সেইসময় বোমার আঘাতে মৃত্যু হয় তাঁর।
বেঙ্গালুরু বিমানবন্দরে তাঁর মৃতদেহ আনার সময় সেখানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নিরন্তর চেষ্টার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে কর্ণাটকের ছাত্র নবীনের মৃতদেহ ফিরিয়ে আনতে পেরেছেন। একটি অসম্ভব কাজ সম্ভব করেছেন তিনি।
ইউক্রেন থেকে আটকে পড়া পড়ুয়াদের ফিরিয়ে আনতে মোদী সরকার ‘অপারেশন গঙ্গা’ র মাধ্যমে কাজ করছে। এই অভিযানে ১৯,০০০ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। যাঁদের মধ্যে ৫৭২ জনই কর্ণাটকের বাসিন্দা।
অন্যদিকে নবীনের পরিবার তাঁর দেহ দাভাঙ্গেরের একটি মেডিকেল কলেজে দান করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর পরিবার জানিয়েছে, চিকিৎসক হওয়ার আশা নিয়ে নবীন ইউক্রেনে গিয়েছিল। কিন্তু তা করতে পারেনি সে। তাই অন্তত তাঁর শরীর অন্য শিক্ষার্থীদের সাহায্যে ব্যবহার করা হোক বলে জানিয়েছে নবীনের পরিবার।
Comments are closed.