বাড়ছে না বাস ভাড়া, জানিয়ে দিল রাজ্য, মানতে নারাজ বাস মালিকপক্ষ

বাস ভাড়া বাড়ছে না। জানিয়ে দিল রাজ্য। সব বাসে ভাড়ার তালিকা টাঙাতে হবে বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য।

শুক্রবার সবকটি বেসরকারি গণপরিবহন সংগঠনের জয়েন্ট ফোরামের সঙ্গে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বৈঠক করেন। এই বৈঠকের পর পরিবহণ মন্ত্রীর কড়া হুঁশিয়ারি ২০১৮ সালের ভাড়াই নিতে হবে বাস মালিকদের। যদিও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বেসরকারি বাস সংগঠন। রাজ্যকে তিন সপ্তাহ সময় দিয়েছে বাস মালিকরা। বাস মালিকদের দাবি, সাধারণ বাসে ৫০.৭৪ শতাংশ এবং মিনিবাসে ৪৪ শতাংশ ভাড়া না বাড়ানো হলে রাস্তা থেকে বাস তুলে নেওয়া হবে।

২০১৮ সালের যে ভাড়া দিয়ে আপাতত বাস চালানোর কথা বলা হয়েছে, তাতে সাধারণ বাসে ন্যূনতম ভাড়া ৭ টাকা এবং মিনিবাসে ন্যুনতম ৮ টাকা হারেই ভাড়া নিয়ে বাস চালাতে হবে।

এদিন অ্যাপ ক্যাব নিয়েও কথা বলেন পরিবহণ মন্ত্রী। হলুদ ট্যাক্সিকে অ্যাপ ক্যাব করে তোলার সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে রাজ্যের তরফে।

Comments are closed.