উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে রদবদল হচ্ছে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল সংসদ। এবার একটা উত্তরপত্রের মধ্যেই অবজেক্টিভ এবং সাবজেক্টিভ উত্তর লিখতে হবে। আগে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে থাকত পার্ট-এ এবং পার্ট-বি দুটি অংশ। পার্ট-এ তে থাকা প্রশ্নের উত্তর লেখার জন্য আলাদা খাতা দেওয়া হত। আর পার্ট-বিতে থাকত সংক্ষিপ্ত (অবজেকটিভ) প্রশ্ন। সেখানেই উত্তর লিখে জমা করতে হত। পরীক্ষার পর দুটি অংশ জুড়ে জমা দিতে হত।
এবার আর সেই চিন্তা থাকছে না। একটাই প্রশ্নপত্রে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ প্রশ্ন থাকবে। একটাই খাতায় সব প্রশ্নের উত্তর লিখতে হবে। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে তাই জানানো হয়েছে। সব স্কুল কর্তৃপক্ষকে নোটিস দিয়ে জানানো হয়েছে। বলা হয়েছে, ছাত্রছাত্রী, শিক্ষক ও পরীক্ষকদের মতামত নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে খুশি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক মহল।
Comments are closed.