আন্দোলনকারী চিকিৎসকদের আলোচনায় ডাকলেন মুখ্যমন্ত্রী

আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দিতে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ সামনে আসার পরই সোমবার নবান্ন সভাঘরের প্রশাসনিক বৈঠক থেকে চিকিৎসকদের আলোচনায় বসার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, আমি এখনও কারও বিরুদ্ধে কোনও অ্যাকশন বা ব্যবস্থা নিতে চাই না।

সঙ্গত কারণেই চাই আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হোক। আপনারা কাজে যোগ দিন। আপনারা যে যে দাবি জানিয়েছিলেন, তার মধ্যে বেশ কয়েকটি পূরণ হয়েছে। 
তবে শুধু কাজে ফেরার আর্জি নয়, চিকিৎসকদের নিরাপত্তায় কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তারক্ষী, মহিলা ও পুরুষ চিকিৎসকদের জন্য পৃথক রেস্টরুম ইত্যাদির জন্য রাজ্যের তরফে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে এই সমস্ত কাজ দ্রুত শেষ করতেও বলা হয়েছে। আগামী বৃহস্পতিবার স্বাস্থ্য সংক্রান্ত বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে অন্যদের পাশাপাশি তিনি আমন্ত্রণ জানাতে বলেছেন জুনিয়র ডাক্তারদেরও।

নবান্ন সূত্রে খবর, রাজ্যের হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানান মুখ্য সচিব মনোজ পন্থও। তাঁর বক্তব্য, সরকার এখনই নেতিবাচক কিছু ভাবছে না। স্বাস্থ্য সচিবের পেশ করা তথ্য অনুযায়ী, এই অচলাবস্থার জন্য ইতিমধ্যে আউটডোর পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন সাত লক্ষ মানুষ। ইনডোর পরিষেবা পাননি ৭০ হাজার মানুষ। সাত হাজার অপারেশন আটকে গিয়েছে। ক্যাথল্যাবের পরিষেবা থেকে বঞ্চিতের সংখ্যা সাত হাজার। চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের।

Comments are closed.