মঙ্গলবারই গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনই গঙ্গাসাগরে পুজো দেবেন তিনি। সোমবার মেলার প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, কোভিড বিধি মেনে মেলার আয়োজন করতে হবে। ময়দানে আরটিপিসিআর টেস্ট করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৬০০ বেডের করোনা হাসপাতাল প্রস্তুত রাখা হচ্ছে। ১১টি কোয়ারেন্টিন সেন্টার তৈরি রাখা হচ্ছে। করোনা রুখতে মেলায় মেডিক্যাল স্ক্রিনিং ক্যাম্প থাকবে ১৩টি। থাকছে ৫টি আইসোলেশন সেন্টার।
এছাড়া গঙ্গাসাগর মেলায় দুর্ঘটনা রুখতে ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও রাখার পরামর্শও দেওয়া হয়েছে। ১০টি অস্থায়ী দমকল কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। তিনি জানান, মেলায় আসা পর্যটকদের জন্য অতিরিক্ত বাস ও ট্রেন চলবে। মেলা প্রাঙ্গন পরিষ্কার রাখার জন্য ১০ হাজারের বেশি শৌচালয় রাখা থাকবে।
Comments are closed.