বুধবার টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, বন্ধ হিন্দমোটর গাড়ি তৈরির কারখানা এলাকাতেই হয়েছে এই ফ্যাক্টরি
আগামী ২৭ তারিখ হুগলি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির উদ্বোধন করবেন তিনি। টিটাগড় ওয়াগন ফ্যাক্টরি থেকেই পলতায় হেলিকপ্টার তৈরির ফ্যাক্টরি উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
হুগলির উত্তরপাড়ায় বন্ধ হয়ে গেছে হিন্দমোটর গাড়ি তৈরির কারখানা। সেই এলাকাতেই হয়েছে রেলের টিটাগড় ওয়াগন ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে তৈরি হবে রেলের মালগাড়ির কোচ। সূত্রের খবর, ২৭ তারিখ অর্থাৎ বুধবার টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির এই ফ্যাক্টরির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, এরপর টিটাগড় ওয়াগন ফ্যাক্টরি থেকেই ভার্চুয়ালি পলতায় হেলিকপ্টার তৈরির ফ্যাক্টরির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। শুক্রবারই হিন্দমোটরের টিটাগড় ওয়াগন ফ্যাক্টরি দেখতে যান হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকরা। চন্দননগরের পুলিশ কমিশনার হিন্দমোটর টিটাগর ওয়াগান ফ্যাক্টরি পরিদর্শন করেন। কয়েকঘন্টা ধরে সেখানে চলে প্রশাসনিক বৈঠক।
এই দুটি ফ্যাক্টরি উদ্বোধন হলে রাজ্যে কর্মসংস্থান বাড়বে বলেই মনে করা হচ্ছে।মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Comments are closed.